মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

সনদ দিচ্ছে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

সনদ দিচ্ছে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন। স্নাতক সমাপনী অনুষ্ঠানও শেষ হয়েছে। কিন্তু কাক্সিক্ষত ডিগ্রি সনদ এখনো হাতে পাননি অনেক শিক্ষার্থী। তাদের অপরাধ তারা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করেছেন। এ ধরনের এক শিক্ষার্থী আসমির আশরার সাফি। চার বছর স্নাতক পর্যায়ে পড়াশোনা শেষ করেছেন। দুই সপ্তাহ আগে তার ডিগ্রি সনদ পাওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও কপালে এখনো ডিগ্রি জোটেনি তার। পাকিস্তানি বংশোদ্ভূত সাফি ছাড়াও বিশ্ববিদ্যালয়টির আরও ১২ শিক্ষার্থী একই পরিস্থিতিতে আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে তারা অন্তত এক বছর ডিগ্রি পাচ্ছেন না। বিশ্বের সেরা ও মর্যাদাপূর্ণ এ শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পরিচালনা কর্তৃপক্ষ হার্ভার্ড করপোরেশন গত ২৩ মে অনুষ্ঠিত স্নাতক সমাপনী অনুষ্ঠানে এ শিক্ষার্থীদের ডিগ্রি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত হয়। ২৩ বছর বয়সি সাফি হার্ভার্ড কলেজে চার বছর ধরে সামাজিক অধ্যয়ন, জাতিসত্তা, অভিবাসন ও অধিকার বিষয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইতোমধ্যে আপিল করেছেন। শফির বক্তব্য, ‘আমি অক্সফোর্ডের রোডস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। হার্ভার্ডে এক বছর ধরে ডিগ্রি স্থগিত থাকার কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব কি না, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছি। এমনকি আমি আমার প্রোগ্রামের সব প্রাতিষ্ঠানিক শর্ত পূরণ করেছি এবং আমার ডিগ্রি অর্জনের ক্ষেত্রে যা যা করা প্রয়োজন, সবকিছুই করেছি।’ সাফির মতো হার্ভার্ডের ডিগ্রি পাচ্ছেন না শ্রদ্ধা জোশিও, যদিও শিক্ষকরা তার পক্ষে আছেন। হার্ভার্ড কলেজে সাফির মতো একই বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। জোশি সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, ‘আমি আপিল করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যোগাযোগের জন্য অপেক্ষা করব কি না, তা নিয়ে দোলাচলে আছি। শিক্ষার্থী ও শিক্ষকরা প্রক্রিয়াগত অস্পষ্টতা নিয়ে পুরোপুরি সন্দিহান। আপিলের সময়সীমার বিষয়টি পরিষ্কার নয়।’ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যেই জন্ম ও বেড়ে ওঠা জোশির। যুক্তরাজ্য থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর করার পরিকল্পনা ছিল তার। তবে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন এ শিক্ষার্থী।

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে গত এপ্রিলে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ আরও ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হার্ভার্ডে ২৪ এপ্রিল থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নেতৃত্ব দেয় হার্ভার্ড আউট অব অকুপাইড প্যালেস্টাইন (এইচওওপি)।

সর্বশেষ খবর