শিরোনাম
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তান থেকে ছয় দিন পর এক লাইনের শুভেচ্ছা বার্তা!

পাকিস্তান থেকে ছয় দিন পর এক লাইনের শুভেচ্ছা বার্তা!

ভোটের ফলাফলের ছয় দিন পর অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছে পাকিস্তান। গত ৪ জুনের ফলাফলে বিজেপি সবচেয়ে বেশি আসন দখল করে। তবে ২৪০টি আসন নিয়ে বিজেপি একা পার করতে পারেনি ম্যাজিক ফিগার। জোটের শরিকদের সমর্থন নিয়ে রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর শপথ নেন নরেন্দ্র মোদি।

তাঁর শপথের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক লাইনের একটি শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সেখানে লেখা রয়েছে, ‘ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন।’

প্রসঙ্গত গোটা ভোট পর্বজুড়ে পাকিস্তানের সমালোচনা করেন বিজেপি নেতারা এবং প্রধানমন্ত্রী মোদি একাধিক মন্তব্য করেছেন। অমিত শাহের মন্তব্য বহুবার কাশ্মীর ইস্যু এসেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পুলওয়ামা, পাকিস্তান ইস্যুতে সরব হন। অনেক কারণেই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এখন তলানিতে।

সর্বশেষ খবর