মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ছয় প্রার্থী বাদ আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের আর সপ্তাহ দুয়েক বাকি। এ নির্বাচনে ছয়জন প্রেসিডেন্ট প্রার্থীকে লড়াইয়ের অনুমোদন দিয়েছে দেশটির নির্বাচন ও আইন-সংক্রান্ত বিষয়াদি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল। রবিবার ঘোষণা করা হয় ছয় প্রার্থীর নাম। গত নির্বাচনের মতো এবারও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে। যে ছয় প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন- পার্লামেন্টের স্পিকার ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ বাগের গালিবাফ, পরমাণু কর্মসূচিবিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোউর মোহাম্মাদি, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেইন গাজিজাদেহ হাশেমি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। ২৮ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে প্রার্থী হতে ইরানের গার্ডিয়ান কাউন্সিলে ৮০ জন রাজনীতিবিদ নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ছয়জনকে অনুমোদন দিয়েছে কাউন্সিল। বাকি ৭৪ জনকে বাদ দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে ৬২ বছর বয়সি গালিবাফ ইরানের ইসলামিক রেভেল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিমানবাহিনীর সাবেক কমান্ডার। চার বছর ধরে পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন তেহরানের মেয়র। এর আগে ছিলেন পুলিশপ্রধান। ২০০৫, ২০১৩ ও ২০১৭ সালের নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন গালিবাফ। তবে ২০১৭ সালে রাইসিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। সাইদ জালিলি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রত্যক্ষ প্রতিনিধি। ৭০ বছর বয়সি পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান পাঁচবারের আইনপ্রণেতা। অর্থমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। গাজিজাদেহ ২০২১ সালেও নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পেয়েছিলেন। বাদ পড়া প্রার্থীদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এর আগে ২০১৭ ও ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেওয়ার সুযোগ পাননি তিনি। হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সর্বশেষ খবর