মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফরে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করবেন। গতকাল রুশ দৈনিক পত্রিকা ভেদোমস্তি এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মাতসেগোরা ভেদোমস্তিকে নিশ্চিত করেছেন, পুতিন পিয়ংইয়ং সফর করবেন এবং এই বিষয়ে প্রস্তুতি চলমান রয়েছে। এ সফরে তিনি ভিয়েতনামেও যাবেন। গত বছর সেপ্টেম্বরে রাশিয়ার সফর করেছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন।

ওই সময় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। তখন উত্তর কোরিয়ার স্যাটেলাইট নির্মাণে রাশিয়া সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ নেতা। ক্রেমলিন বলেছে, সব খাতে উত্তর কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব নির্মাণ করতে চায় রাশিয়া। কিন্তু পুতিনের সফরের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। ২০২২ সালে ইউক্রেনে রুশ সেনারা আক্রমণের পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে মস্কো। পশ্চিমারা এমন সম্পর্ক নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন অভিযোগ করেছে, যুদ্ধে রাশিয়া উত্তর কোরিয়ার সরবরাহ করা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। রাশিয়া এমন অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। সফরে পুতিন ও কিম উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় অভিবাসী শ্রমিক নিয়োগ নিয়ে আলোচনা করতে পারেন। রাশিয়ায় শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছে। সেনাবাহিনীতে নিয়োগ এড়াতে হাজার হাজার পুরুষ দেশ ছেড়েছেন, আবার অনেকে যুদ্ধে যোগ দিয়েছেন। এর আগে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর ২০০০ সালে উত্তর কোরিয়া সফর করেছিলেন পুতিন।

সর্বশেষ খবর