শিরোনাম
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

মালাবির ভাইস প্রেসিডেন্ট বহনকারী বিমান নিখোঁজ

আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী প্রতিরক্ষা বাহিনীর একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটিতে তিনি ছাড়া আরও ৯ আরোহী ছিলেন। গতকাল দেশটির প্রেসিডেন্টের দফতর ও মন্ত্রিসভা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘চিলিমা ও অন্যদের নিয়ে প্রতিরক্ষা বাহিনীর উড়োজাহাজটি আজ স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানী লিলংওয়ে থেকে উড্ডয়ন করে। উড়োজাহাজটি স্থানীয় সময় ১০টার পরে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে উড়োজাহাজটি গন্তব্যে অবতরণ করেনি।’ নিখোঁজ ফ্লাইটটির অন্য যাত্রীদের মধ্যে সাওলোস চিলিমার স্ত্রী মেরি ও ভাইস প্রেসিডেন্টের ইউনাইটেড ট্রান্সফরমেশন মুভমেন্ট (ইউএমটি) পার্টির কয়েক কর্মকর্তা রয়েছেন। উড়োজাহাজটির কী হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর