বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

ফ্রান্সের নির্বাচন ম্যাক্রোঁর শক্ত প্রতিপক্ষ কে এই মারিন ল্য পেন?

ফ্রান্সের নির্বাচন ম্যাক্রোঁর শক্ত প্রতিপক্ষ কে এই মারিন ল্য পেন?

মারিন ল্য পেন

ফ্রান্সে সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এক্ষেত্রে সোমবার প্রথম দফার জরিপে দেখা যায়, মারিন ল্য পেনের নেতৃত্বে কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালি নির্বাচনটি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জয়ী হবে। এক্ষেত্রে ন্যাশনাল র‌্যালি নির্বাচনে ২৩৫-২৬৫টি আসন পেতে পারে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটির প্রয়োজন ২৮৯টি আসন। আর বর্তমানে তাদের আসন সংখ্যা মাত্র ৮৮টি। অন্যদিকে ম্যাক্রোঁর সেন্ট্রিস্ট অ্যালায়েন্স আসন সংখ্যা ২৫০ থেকে প্রায় অর্ধেকে নেমে আসতে পারে। তারা মোট ১২৫-১৫৫টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে ন্যাশনাল র‌্যালি ক্ষমতায় আসবে কি না সেটি অবশ্য নিশ্চিত নয়। তবে এরই মধ্যে আলোচনায় এসেছে দলটির নেতৃত্বে থাকা পেন। ১৯৬৮ সালে জন্মগ্রহণ করা পেন ২০১১ সালে বাবা জিন ম্যারির উত্তরাধিকারী হিসেবে ন্যাশনাল র‌্যালির নেতৃত্বে আসেন।

সর্বশেষ খবর