বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

ইয়েমেনে নৌকাডুবিতে নিহত ৪৯, নিখোঁজ ১০০

ইয়েমেনের উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের বেশিরভাগই নারী ও শিশু। হর্ন অব আফ্রিকা থেকে নৌকাটিতে কমপক্ষে ২০০ আরোহী ছিল। গতকাল সন্ধ্যা পর্যন্ত ১০০ জন নিখোঁজ রয়েছেন। জীবিতরা বলেছেন, দুই শতাধিক আরোহীর জাহাজটি প্রবল হাওয়ার কারণে ডুবে যায়। নৌকায় যারা ছিল তারা সবাই অভিবাসী। বেশিরভাগ মানুষ ইথিওপিয়া থেকে উপসাগরীয় রাজ্যগুলোতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে। ইয়েমেনের রুদুম জেলার পরিচালক হাদি আল খুরমা বলেছেন, ‘নৌকাটি তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়। মৎস্যজীবী এবং বাসিন্দারা ৭৮ জন অভিবাসীকে উদ্ধার করতে পেরেছেন। তারা জানিয়েছেন, একই নৌকায় তাদের সঙ্গে থাকা আরও ১০০ জন নিখোঁজ রয়েছে।’ হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার শিং নামে পরিচিত অঞ্চলটি জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সোমালিয়া নিয়ে গঠিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর আফ্রিকার এই অঞ্চলটি থেকে ৯৭ হাজার অভিবাসন প্রত্যাশী সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে এসে হাজির হয়েছে।

সর্বশেষ খবর