বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ভারতের সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩০ জুন থেকে তিনি এ পদে বসবেন। বর্তমান চিফ অব আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে উপেন্দ্র দ্বিবেদী সহকারী সেনাপ্রধান বা ভাইস চিফ অব আর্মি স্টাফ বা ভিসিওএএস হয়েছিলেন। ১৯৮৪ সালে ভারতীয় সেনার জম্মু ও কাশ্মীর রাইফেলসের রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন তিনি। তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রাক্তনী। তিনি এর আগে ডেপুটি চিফ অব আর্মি স্টাফ, ডিরেক্টর জেনারেল অব ইনফ্যান্ট্রির মতো বিরাট পদমর্যাদা সম্পন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি বসবেন দেশের সেনাপ্রধানের পদে। এদিকে আর্মি চিফ জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ এক মাস বৃদ্ধি পেয়েছিল।

সর্বশেষ খবর