বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

ভয়ংকর ভূমিকম্পের আশঙ্কা সুনামিতে ১০০ ফুট উঁচু ঢেউ

ভয়ংকর ভূমিকম্পের আশঙ্কা সুনামিতে ১০০ ফুট উঁচু ঢেউ

যুক্তরাষ্ট্রের ক্যাসকাডিয়া সাবসেকশন জোনের প্লেট একে অপরের দিকে এগোচ্ছে। ফলে খুব শিগগিরই চাপ তৈরি হতে পারে। ফলে ভয়ংকর ভূমিকম্পের আশঙ্কা তৈরি হচ্ছে!

‘সায়েন্স অ্যাডভান্স’-এর রিপোর্টে এমনই বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও কানাডার মধ্যে ৬০০ মাইল দীর্ঘ ক্যাসকাডিয়া সাবসেকশন জোন ফল্টে চ্যুতি ধরা পড়েছে। যে রেখা বড়সড় ভূমিকম্পের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা। সেই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে ভয়ংকর সুনামির। যা ১০০ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ‘সায়েন্স অ্যাডভান্স’-এর সেই রিপোর্টে বলা হয়েছে, ভূমিকম্প হলে সেটির তীব্রতা রিখটার স্কেলে হতে পারে প্রায় ৯। অর্থাৎ ভয়ংকর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ২০২১ সালে ৪১ দিনের জন্য একটি জাহাজ মোতায়েন করা হয়েছিল। সেই জাহাজে অত্যাধুনিক জিওফিজিক্যাল যন্ত্র ছিল। সমুদ্রতলে উষ্ণতা, প্লেটের পরিস্থিতি যাচাই করতে সেই পরীক্ষা-নিরীক্ষা চলেছিল। রিপোর্টে বলা হচ্ছে, ক্যাসকাডিয়া সাবসেকশন জোনের প্লেট একে অপরের দিকে এগোচ্ছে। ফলে খুব শিগগিরই চাপ তৈরি হতে পারে। যার জেরে হবে সুনামি। ধ্বংস হয়ে যেতে পারে ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন।

সর্বশেষ খবর