বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

মোদি আজ ইতালি সফরে যাচ্ছেন

নয়াদিল্লি প্রতিনিধি

মোদি আজ ইতালি সফরে যাচ্ছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইতালি সফরে যাচ্ছেন। ইতালিতে অনুষ্ঠেয় জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী মোদি সম্মেলনে আউটরিচ দেশের প্রতিনিধিত্ব করবেন। সম্মেলন চলবে তিন দিন। পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা গতকাল সাংবাদিকদের ব্রিফিংকালে প্রশ্নের জবাবে বলেন, সম্মেলনে মোদি মিয়ানমারের সাম্প্রতিক সংঘর্ষের বিষয় উত্থাপন করতে পারেন। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার সংকট আলোচনায় প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী পদে শপথ নিলেও মোদি এখনো সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। ২৬ জুন অষ্টাদশ লোকসভার অধিবেশন বসবে। তখন শপথ নেবেন। সফরকালে মোদি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন।

সর্বশেষ খবর