শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনকে দেবে জি-সেভেন

ইতালি সম্মেলনে সিদ্ধান্ত

ইতালির পুগলিয়ায় জি-৭ সম্মেলনের জন্য জড়ো হয়েছেন বিশ্বের সাতটি ধনী দেশের নেতারা। ধারণা করা হচ্ছে, এ সম্মেলনে ইউক্রেনকে কোটি ডলারের সহায়তা দিতে জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করার প্রস্তাবে অনুমোদন দেবেন তারা। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়, গ্রুপ অব সেভেন নেতারা বছরের শেষ নাগাদ হিমায়িত রুশ সম্পদের ব্যবহারের মাধ্যমে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার সহায়তা দিতে সম্মত হতে পারে। জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের প্রস্তাবটি রেখেছিল যুক্তরাষ্ট্র। এ প্রস্তাব অনুমোদিত হলে ইউক্রেনের জন্য এক বছরে ৫ হাজার কোটি ডলার পর্যন্ত সহযোগিতা উঠতে পারে। একই সঙ্গে রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে পশ্চিমারা।

সম্মেলনে ইউক্রেনের জন্য মার্কিন এ প্রস্তাব অনুমোদিত হলে একটি ঋণ হিসেবে দেশটিকে অর্থ দেওয়া হবে। রাশিয়ার ৩২ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদের সুদ থেকে এই ঋণ দেওয়া হবে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর সেগুলো জব্দ করেছিল জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী, দেশগুলো রাশিয়ার কাছ থেকে ওই সম্পদ বাজেয়াপ্ত করে ইউক্রেনকে দিতে পারে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ইতালির জি-সেভেন সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুই নেতার স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর