শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

মানুষের জন্যই বাড়ছে গ্রিনহাউস গ্যাস

অস্বাভাবিক প্রকৃতি

মানুষের জন্যই বাড়ছে গ্রিনহাউস গ্যাস

১২ মাস ধরে বেড়ে চলেছে তাপমাত্রা। আর প্রতি মাসই তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ে চলেছে। যেদিন থেকে তাপমাত্রা নথিবদ্ধ করা শুরু হয়েছে, তারপর থেকে এর আগে কখনো এভাবে তাপমাত্রা বৃদ্ধি দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অধীনস্থ গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের গবেষকরা জানিয়েছেন, ১২ মাসে বিশ্বের গড় তাপমাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। অতীতে কখনো এ ঘটনা দেখা যায়নি। এ বছরের মে-তে যে তাপমাত্রা ছিল, তা অতীতে কোনোবারই দেখা যায়নি। এবারই উষ্ণতম মে মাস ছিল। জুনের তাপমাত্রাও বেড়ে চলেছে। এ মাস শেষ হলে বোঝা যাবে তাপমাত্রা কোথায় পৌঁছাল। তবে বিভিন্ন জায়গায় যেভাবে তাপপ্রবাহ চলছে, তাতে নতুন রেকর্ড গড়তে পারে জুন মাস। গবেষকরা জানিয়েছেন, মানুষের জন্যই গ্রিনহাউস গ্যাস নির্গমন বেড়ে চলেছে। মূলত এর ফলেই ধারাবাহিকভাবে তাপমাত্রা বেড়ে চলেছে। চার দশক ধরেই এ প্রবণতা দেখা যাচ্ছে। ১০ বছর ধরেই নতুন রেকর্ড গড়ে চলেছে তাপমাত্রা। উনিশ শতকের শেষদিকে তাপমাত্রা নথিবদ্ধ করা শুরু হয়। তারপর থেকে কখনো এত গরম দেখা যায়নি। অতীতের যাবতীয় রেকর্ড ছাপিয়ে যেতে চলেছে ২০২৪। নাসার মুখ্য বিজ্ঞানী কেট কেলভিন জানিয়েছেন, ‘আগামী দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে চলেছে। আরও উষ্ণ বছর আসতে চলেছে। আমরা জানি, আমাদের গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলেই তাপমাত্রা বেড়ে চলেছে। এর ফলে বিশ্বে মানুষ ও বাস্তুতন্ত্রের ওপর প্রভাব পড়ছে।’

সর্বশেষ খবর