শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

অর্থনৈতিক সংষ্কার

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলের অর্থনৈতিক সংস্কার প্যাকেজ সিনেটে অনুমোদিত হওয়া নিয়ে বিক্ষোভ সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে রাজধানী বুয়েনস আইরেস। বুধবার সিনেটে ভোটাভুটির সময় কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ শুরু হয়ে যায়। ডানপন্থি প্রেসিডেন্ট মিলে দেশটির পিছিয়েপড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করতে যে সংস্কার প্রস্তাব করেছেন, তার মধ্যে রয়েছে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা, পেনশন কাটছাঁট এবং শ্রমিকদের অধিকার হ্রাস করা। আর্জেন্টিনার গভীর অর্থনৈতিক সংকটের মধ্যেই ডানপন্থি অর্থনীতিবিদ মিলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ছয় মাস পার করে ফেললেও অর্থনীতির পতন ঠেকাতে কোনো সফলতা দেখাতে পারেননি তিনি। বার্ষিক মুদ্রাস্ফীতি এখন প্রায় ৩০০ শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার অর্ধেকের বেশি মানুষ এখন দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। মিলের এই ‘অপ্রত্যাশিত’ পদক্ষেপের বিরোধিতা করছে দেশটির বামপন্থি রাজনৈতিক দল, শ্রমিক ইউনিয়ন এবং সামাজিক সংগঠনগুলো।

সর্বশেষ খবর