শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

তৃণমূল নেতা পার্থের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

তৃণমূল নেতা পার্থের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

যে সম্পত্তি এখন বাজেয়াপ্ত করা হয়েছে সেটা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের নামে নয়। তবে সেই সম্পত্তিগুলো পার্থ চট্টোপাধ্যায়ের বলেই তদন্তে নেমে জানতে পেরেছেন ইডির অফিসাররা। তার মধ্যে শুধু বোলপুরেই অন্তত পাঁচটি সম্পত্তির হদিস পাওয়া গিয়েছিল। যার বাজারদর কয়েক কোটি টাকা।

পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠে। তাঁকে গ্রেফতারের পর তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে টাকার ‘পাহাড়’ মেলে। নগদ টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা, সোনা মিলিয়ে প্রায় ৬০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। কিন্তু সম্পত্তি বা সম্পদের পরিমাণ আজও যেন শেষ হচ্ছে না। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। কলকাতার পাটুলি থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় তাঁর জমি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি। ওই তালিকায় আছে বোলপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের নামও। ওখান থেকেও বেশ কিছু জমি বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিপুল পরিমাণ সম্পদ থাকার পরও নিজেকে নির্দোষ দাবি করেন পার্থ। যার জন্য তিনি জামিনও চান বারবার। কিন্তু তা মেলেনি। এখন প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে খবর, যে সম্পত্তি এখন বাজেয়াপ্ত করা হয়েছে সেটা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের নামে নয়। তবে সে সম্পত্তিগুলো তাঁর বলেই তদন্তে নেমে জানতে পেরেছেন ইডির কর্মকর্তারা। তার মধ্যে শুধু বোলপুরেই অন্তত পাঁচটি সম্পত্তির হদিস পাওয়া গিয়েছিল। যার বাজারদর কয়েক কোটি টাকা। জানা গেছে, এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মোট ১৩৫ কোটি টাকার নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডি অফিসাররা।

 

সর্বশেষ খবর