শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

জি৭ সম্মেলনের মধ্যেই ইতালির পার্লামেন্টে মারামারি

জি৭ সম্মেলনের মধ্যেই ইতালির পার্লামেন্টে মারামারি

ইতালির আপুলিয়ায় জি৭ সম্মেলনে উপস্থিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতারা। তাদের আপ্যায়নে ব্যস্ত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে এর মধ্যেই অস্বস্তিতে পড়তে হয়েছে ইতালির প্রধানমন্ত্রীকে। কারণ পার্লামেন্টের মধ্যে মারপিটে জড়িয়ে পড়েন দেশটির সংসদ সদস্যরা। বিতর্কিত বিল নিয়ে প্রবল বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা। বাদ যায়নি কিল-চড়-ঘুসিও। ইতালির আপুলিয়ায় জি৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো রাষ্ট্রনেতা বৃহস্পতিবারই এসে পৌঁছেছেন। তবে বিশ্বমঞ্চে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অস্বস্তি বাড়িয়ে খাস পার্লামেন্টের মধ্যে মারপিটে জড়িয়ে পড়েন ইতালির সংসদ সদস্যরা। পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিতর্কিত বিল নিয়ে প্রবল বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা। ভাইরাল হওয়া ভিডিওতে বিরোধী দলের নেতা লিওনার্দো দোনোকে সরকারপক্ষের এক সংসদ সদস্যের মুখে দেশের পতাকা গুঁজে দিতে দেখা গেছে। এর পরই দোনোর ওপর ঝাঁপিয়ে পড়েন সরকারপক্ষের লোকজন। চলতে থাকে কিল-চড়-ঘুসি।

সর্বশেষ খবর