শিরোনাম
শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারিতে সম্মত ইইউ

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারিতে সম্মত ইইউ

ইউক্রেনে অভিযান চালানোয় রাশিয়ার বিরুদ্ধে ১৪তম নিষেধাজ্ঞা প্যাকেজে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। বৃহস্পতিবার কূটনীতিকরা বলেছেন, এর মধ্যে ইইউ জলসীমায় রুশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির ওপর নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত। নতুন করে ৪৭টি সংস্থা ও ৬৯ ব্যক্তিকে ইইউয়ের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হলো। এর ফলে রাশিয়ার অন্তত ২ হাজার ২০০ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হলে প্যাকেজটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। কূটনীতিকরা বলছেন, ইইউ দেশগুলো অনুমোদিত সংস্থার তালিকায় ট্যাংকার যুক্ত করেছে। সেই সঙ্গে যে দুটি রাশিয়ান মালিকানাধীন জাহাজ উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে সেগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে। এদিকে, ১ জুলাই পর্যন্ত ইইউ প্রেসিডেন্সির দায়িত্বে রয়েছে বেলজিয়াম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেলজিয়াম জানিয়েছে, বিদ্যমান নিষেধাজ্ঞার প্রভাবকে সর্বাধিক করে তুলবে এই নিষেধাজ্ঞা।

এক মাসেরও বেশি সময় ধরে নতুন নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক চলছে দেশগুলোর মধ্যে। জার্মানির বাধার মুখে শেষ পর্যন্ত কমিশনের একটি প্রস্তাব ভেস্তেও গেছে। তবে নতুন এই পদক্ষেপে, তৃতীয় দেশের মাধ্যমে ইইউ দেশগুলোর সহায়ক সংস্থাগুলোর পণ্য পুনরায় রাশিয়ায় রপ্তানি বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বহুমুখী ব্যবহারের প্রযুক্তির প্রবাহও বন্ধ করা হয়েছে। যেমন- ওয়াশিং মেশিন চিপকে রাশিয়া সামরিক উদ্দেশে ব্যবহার করতে পারে। ২০২২ সালে ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে মস্কোর ওপর ১৪ দফায় নিষেধাজ্ঞা দিল ইইউভুক্ত দেশগুলো।

সর্বশেষ খবর