শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল, নিহত ৫

ইউরোশিয়ার দেশ তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি শহরে ভয়াবহ দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে আলজাজিরা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক্সের এক বার্তায় জানিয়েছেন, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর দিয়ারবাকির ও মারদিনের মধ্যবর্তী একটি এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ দাবানলে পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। ফসলের খড় পোড়ানোর সময় এ আগুনের সূত্রপাত। পরে তীব্র বাতাসের প্রবাহে আগুন দ্রুত বিস্তার লাভ করে। এতে কোসালান, ইয়াজসিসেগি এবং বাগাসিক গ্রামের কিছু অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে রাতের আকাশে অগ্নিকান্ডের সঙ্গে বিশাল ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে।

সর্বশেষ খবর