শিরোনাম
সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলের এ কেমন আচরণ

ইসরায়েলের এ কেমন আচরণ

গুলিবিদ্ধ ফিলিস্তিনি যুবককে জিপের হুডের সঙ্গে বেঁধে নিয়ে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী -আলজাজিরা

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযানের সময় আহত এক ফিলিস্তিনিকে সামরিক জিপের হুডের সঙ্গে বেঁধে রাখে ইসরায়েলি সেনারা। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দুটি অ্যাম্বুলেন্সের মাঝখানে ওই জিপটিকে যেতে দেখা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে, এ ঘটনায় সামরিক প্রটোকল লঙ্ঘন হয়েছে বলেও স্বীকার করেছে তারা। আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় গুলি লেগে ওই ব্যক্তি আহত হন। আহত ব্যক্তির পরিবার জানায়, তারা অ্যাম্বুলেন্স চাইলে সেনাবাহিনী তাকে ধরে নিয়ে জিপের বনেটে বেঁধে নিয়ে চলে যায়। অবশেষে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে স্থানান্তর করা হয়। গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। জাতিসংঘ বলেছে, গত ৭ অক্টোবরের পর পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সংঘাত-সম্পর্কিত ঘটনায় সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ৪৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

সর্বশেষ খবর