মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

স্পেস স্টেশনের ধ্বংসাবশেষ বাড়িটিকে এফোঁড়-ওফোঁড় করে দিল

স্পেস স্টেশনের ধ্বংসাবশেষ বাড়িটিকে এফোঁড়-ওফোঁড় করে দিল

এ বছরের ৮ মার্চ এক আশ্চর্য ঘটনা ঘটে। মহাকাশ থেকে ধ্বংসাবশেষের একটি বড় টুকরো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নেপলসের আলেন্দ্রো ওটেরোর বাডিতে পড়েছিল। ধ্বংসাবশেষটি এত অদম্য গতিতে আকাশ থেকে নেমে আসে যে, ওই ব্যক্তির বাড়ির ছাদ থেকে মেঝে পর্যন্ত একটি গর্ত তৈরি করে। এ ঘটনার সময় আলেন্দ্রো তাঁর পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। বাড়িতে শুধু তাঁর ছেলে ড্যানিয়েল উপস্থিত ছিল, সে তার বাবাকে ফোন করে বিষয়টি জানায়। স্থানীয় একটি টিভি চ্যানেলকে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দা বলেন, ‘এটা শোনার পর আমি কেঁপে উঠেছিলাম। আমি পুরোপুরি বিস্মিত। আমি ভাবছিলাম কী এমন জোরে আমাদের বাড়িতে পড়ল যে এত ক্ষতি হলো।’ আলেন্দ্রো যখন বাড়ি পৌঁছেছিলেন, তিনি ৪১.৬ ইঞ্চি একটি সিলিন্ডার শেপের জিনিস দেখতে পান, যার ওজন প্রায় ১.৬ পাউন্ড অর্থাৎ প্রায় ৭০০ গ্রাম। তিনি ভাবছিলেন এ জিনিসটা কোথা থেকে এলো যে তাঁর বাড়িঘর এভাবে ধ্বংস করে দিল। নাসা পরে নিশ্চিত করেছে যে, এ সিলিন্ডারটি তাদের স্পেস স্টেশন থেকে এসেছে। এটি কার্গো প্যালেটগুলোয় পুরনো ব্যাটারি মাউন্ট করতে ব্যবহৃত হতো। এটি ২০২১-এর মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এ-জাতীয় বস্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণরূপে পুড়ে যায়। কিন্তু এ সিলিন্ডারটি এমন একটি আজব টুকরো, যা পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষের পরও বেঁচে ছিল। প্রায় তিন বছর মহাকাশে ঘোরাঘুরি করার পর ওটেরো পরিবারের বাসস্থানের ওপর পড়ে।

এ ঘটনার পর নাসাকে ওটেরো এবার বড়োসড়ো ধাক্কা দিয়েছেন। তিনি নাসার বিরুদ্ধে মামলা করেছেন। নাসার কাছে ৮০ হাজার ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন।

সর্বশেষ খবর