মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে প্রতিশোধের হুমকি রাশিয়ার

ক্রিমিয়ায় হামলা মার্কিন রাষ্ট্রদূতকে তলব

ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপলে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দুই শিশুসহ চারজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গিয়ে পড়েছিল কাছের একটি সৈকতে। ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া। রবিবারের এ হামলার পর গতকাল ক্রেমলিন হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রকে এর ‘পরিণাম ভোগ করতে হবে’। একই সঙ্গে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেন যে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটি এসিএমএস ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা এসব ক্ষেপণাস্ত্র উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার শিশুদের হত্যার অভিযোগ করেছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মন্তব্যের দিকে ইঙ্গিত করেন, যিনি (পুতিন) সম্প্রতি এক মন্তব্যে বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা দেশগুলোকে হামলার নিশানা করবে রাশিয়া।

সর্বশেষ খবর