বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

লিথিয়াম ব্যাটারি কারখানায় আগুন, নিহত ২২

দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় আগুন লেগে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। আল জাজিরা জানিয়েছে, সোমবার প্রথমে জানা যায় যে, দক্ষিণ কোরিয়ার ওই লিথিয়াম ব্যাটারির কারখানায় আগুন লাগার কারণে কমপক্ষে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আর জখম হয়েছেন তিনজন। পরে দক্ষিণ কোরিয়ার প্রশাসন সূত্রে জানানো হয়, সিওল থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত ওই লিথিয়াম ব্যাটারি কারখানা থেকে ২২ জনের লাশ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে একজন লাওটিয়ান ও ১৮ জন চিনা শ্রমিক রয়েছেন। যদিও সরকারিভাবে মৃতদের পরিচয় দেওয়া হয়নি।  স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ দক্ষিণ কোরিয়ার ব্যাটারি উৎপাদনকারী কোম্পানি এয়ারসেলের কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করার পর দুপুর ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে লিথিয়াম ব্যাটারিতে বিস্ফোরণ হওয়ার ফলে সেখানে থাকা অন্যান্য সরঞ্জামে আগুন লেগে যায়। তার জেরেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এই অগ্নিকান্ডের জেরে ব্যাটারি সংস্থার তরফে সতর্কতা  জারি করা হয়েছে।

সর্বশেষ খবর