বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল

একদিকে তেহরানের মিত্র হামাসের সঙ্গে ইসরায়েলের চলছে যুদ্ধ। আর হিজবুল্লাহর সঙ্গে শুরু হয়েছে চরম উত্তেজনা। যা গোটা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা তৈরি করেছে। এ সময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় অর্থনৈতিক প্রভাবের মধ্যেই ইরানে আয়োজন চলছে আগাম নির্বাচনের। আগামীকাল ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে। সেক্ষেত্রে ছয়জন প্রার্থীর মধ্য থেকে একজনকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। যদিও ইরানে ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল না। তবে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর নির্বাচন এগিয়ে আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, প্রাক্তন পারমাণবিক আলোচক সাইদ জালিলি ও সংস্কারবাদী মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। এ ছাড়াও অন্যরা হলেন তেহরানের মেয়র আলিরেজা জাকানি, ধর্মগুরু মোস্তফা পুরমোহাম্মাদি এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট হোসেন গাজিজাদেহ-হাশেমি। প্রেসিডেন্ট প্রার্থীরা মূলত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে পশ্চিমের সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেছেন।

সর্বশেষ খবর