শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ০০:০০ টা

ট্রাম্পকে নিয়ে সতর্কবার্তা দিলেন ১৬ নোবেলজয়ী

ট্রাম্পকে নিয়ে সতর্কবার্তা দিলেন ১৬ নোবেলজয়ী

আর মাস চারেক পরেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতে পুনরায় ক্ষমতায় এলে মার্কিন অর্থনীতির অনেক ক্ষতি করবে এবং দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি দেখা দেবে বলে আশঙ্কা জানিয়েছেন ১৬ জন নোবেল পুরস্কার জয়ী অর্থনীতিবিদ। মঙ্গলবার এক খোলা চিঠিতে তারা এ আশঙ্কা প্রকাশ করেছেন। তাতে আরও বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন যে অর্থনৈতিক এজেন্ডা ঘোষণা করেছেন তা ট্রাম্পের এজেন্ডার চেয়ে অনেক ‘উঁচুমানের’। স্বাক্ষরকারীদের মধ্যে খ্যাতিমান অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজ ও স্যার অ্যাঙ্গাস ডিটনও রয়েছেন। স্টিগলিৎজ ২০০১ সালে এবং ডিটনও ২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। চিঠিতে অর্থনীতিবিদরা বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার কর্ম ও নীতির অস্পষ্টতা বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থানকে হুমকির মুখে ফেলেছে। চিঠিতে কভিড-১৯ মহামারীর পর থেকে শ্রমবাজারে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী পুনরুদ্ধারসহ অর্থনীতিতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করা হয়। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে ট্যাক্স কমানো,  অভিবাসন বন্ধ, আমদানি শুল্ক বৃদ্ধি এবং বাইডেনের বেশকিছু উদ্যোগকে বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা এসব সিদ্ধান্ত আমেরিকায় অনেক পণ্যের দাম বাড়িয়ে দেবে।

সর্বশেষ খবর