শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

বলিভিয়ায় ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা

বলিভিয়ায় ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা

লুইস আর্চি

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। বুধবার দেশটির রাজধানী লা পাজে প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা করে সামরিক বাহিনীর একটি অংশ। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সদ্য সাবেক সেনাপ্রধান জেনারেন হুয়ান হোসে জুনিগাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। উল্লেখ্য, আগেই জেনারেল হুয়ানকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্চি। আটকের পর সদ্য সাবেক সেনাপ্রধানকে কোথায় নেওয়া হয়েছে, তা জানা যায়নি। বলিভিয়া সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় দেশটিতে অভ্যুত্থান প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। বলিভিয়ার টেলিভিশনে প্রচারিত হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বুধবার প্রেসিডেন্ট প্রাসাদের চত্বরে দেশটির প্রেসিডেন্ট লুইস আর্চি দেশটির সেনাপ্রধান জুনিগা এবং একদল সৈন্যের মুখোমুখি হচ্ছেন। তখন আর্চি বলেন, ‘আমি আপনার নেতা এবং আমি আপনাকে আপনার সৈন্যদের প্রত্যাহার করতে আদেশ করি। আমি এই অবাধ্যতাকে অনুমতি দেব না।’ সেনাদের ফের ব্যারাকে ফেরার পর প্রেসিডেন্ট আর্চি বলেন, ‘দেশে গণতন্ত্রের জয় হয়েছে।’

সর্বশেষ খবর