শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

৮৮ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি দিল্লিতে

ভাঙল বিমানবন্দরের ছাদ

৮৮ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি দিল্লিতে

রেকর্ড বৃষ্টিতে গতকাল দিল্লির বিমানবন্দরের টার্মিনালের একটি অংশ ধসে পড়ে -এএফপি

ভারতের রাজধানী দিল্লি বৃষ্টির রেকর্ড দেখল। ১৯৩৬ সালে রেকর্ড বৃষ্টি হয়েছিল দিল্লিতে। ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ২৩৫.৫ মিলিমিটার। ৮৮ বছর পর আবার সেই একই পরিস্থিতির সাক্ষী হলো রাজধানী। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। গতকালও বৃষ্টি হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে গতকাল সকাল সাড়ে ৮টা ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২২৮ মিলিমিটার। বর্ষা পুরোপুরি ঢোকার আগেই আচমকাই কয়েকগুণ বেশি বৃষ্টি হওয়ায় পানিবন্দি হয়ে পড়ে গোটা রাজধানী। বর্ষার জন্য পুরোপুরি প্রস্তুত দিল্লি। ১৮ জুন এমনই দাবি করেছিলেন মেয়র শেলি ওবেরয়। পানি নিষ্কাশন ব্যবস্থাও একদম ঠিক। কিন্তু বৃহস্পতিবার রাতের বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানী। বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই। বাদ যায়নি ভিভিআইপি এলাকাও। একে তো প্রবল বৃষ্টি। তার ওপর আবার দিল্লি এয়ারপোর্টে ভয়াবহ বিপত্তি। গতকাল সকালে প্রবল বৃষ্টিপাতের মধ্যেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল  ১-এ ট্যাক্সিসহ একাধিক গাড়ির ওপরে ছাদের   একটি অংশ ভেঙে পড়ে।

এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর