শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

পেরুতে ৭.২ মাত্রার ভূমিকম্প

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। গতকাল মধ্য পেরুর উপকূলবর্তী এলাকায় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। এমনই জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। এর জেরে সুনামির সতর্কবার্তা থাকলেও, পরে সেই আশঙ্কা কেটে যায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেরুর অ্যাটিকুইপা জেলায়। প্রাথমিক পর্যবেক্ষণের পর পেরুর প্রধানমন্ত্রী ঘোষণা করেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  এএফপি জানায়, প্রশান্ত সুনামি সতর্কবার্তা কেন্দ্রের তরফে প্রাথমিকভাবে বলা হয়েছিল, সুনামির কোনো আশঙ্কা নেই। পরে অবশ্য তারা সতর্কবার্তা জারি করে জানিয়ে দেয়, পানি ১ থেকে ৩ মিটার পর্যন্ত বাড়তে পারে। যদিও তারও পরে জানিয়ে দেওয়া হয়, ভূমিকম্পের জেরে আর সুনামির      আশঙ্কা নেই।

সর্বশেষ খবর