রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলকে বিপুল অস্ত্র দিয়েছে বাইডেন প্রশাসন

ইসরায়েলকে বিপুল অস্ত্র দিয়েছে বাইডেন প্রশাসন

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর বাইডেন প্রশাসন বিপুল পরিমাণ সামরিক রসদ ইসরায়েলকে দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হালনাগাদ তথ্যের ভিত্তিতে তারা জানিয়েছেন, গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিছুদিন আগ পর্যন্ত অন্তত ১৪ হাজার এমকে-৮৪ বোমা দেওয়া হয়েছে। ২ হাজার পাউন্ডের এসব বোমাকে অত্যধিক ধ্বংসাত্মক বলে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্রের তালিকায় আছে ৬ হাজার ৫০০ পাউন্ড বোমা, ৩ হাজার হেলফায়ার প্রিসিশন গাইডেড এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র, ১ হাজার বাংকার-বাস্টার বোমা, ছোট ব্যাসের এয়ার-ড্রপড ২ হাজার ৬০০ বোমা এবং অন্যান্য যুদ্ধাস্ত্র। ওই কর্মকর্তারা নিজদের নাম  প্রকাশ করতে চাননি।

রয়টার্স লিখেছে, অস্ত্রের চালান পাঠানোর সময় সম্পর্কে তারা স্পষ্ট ধারণা না দিলেও মোট অস্ত্রের পরিমাণ দেখে বোঝাই যায় যুক্তরাষ্ট্র তার মিত্রকে অস্ত্র সরবরাহ তেমন কমায়নি। তার মানে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং শক্তিশালী বোমা না পাঠাতে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবে প্রতিফলিত হয়নি।  বিশেষজ্ঞরা বলছেন, গাজায় গত আট মাসের অভিযানে ব্যবহৃত অস্ত্রের সরবরাহ পূরণ করতে যা প্রয়োজন তার সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।

সর্বশেষ খবর