শিরোনাম
রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা

দলের ভিতরে ক্ষোভ, ট্রুডোর পদত্যাগ দাবি

দলের ভিতরে ক্ষোভ, ট্রুডোর পদত্যাগ দাবি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ দাবি করেছেন তারই লিবারেল পার্টির একজন প্রভাবশালী এমপি ওয়েনে লং। একটি উপনির্বাচনে দলের বড় পরাজযের পর তিনি দলের ককাসের কাছে এই দাবি জানিয়েছেন। দলীয় সদস্যদের কাছে এক ইমেইল বার্তায় তিনি লিখেছেন আমাদের দলের ভবিষ্যৎ ও দেশের মঙ্গলের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। ওই ইমেইল দেখতে পেয়েছে কানাডার মিডিয়াগুলো। ওয়েনে লং কানাডার নিউ ব্রান্সউইক থেকে প্রতিনিধিত্ব করেন পার্লামেন্টে। তিনি ওই ইমেইলে লিখেছেন, ভোটাররা জোরালো এবং পরিষ্কার ভাষায় কথা বলেছেন। তারা জানিয়ে দিয়েছেন যে, তারা পরিবর্তন চান। এ খবর দিয়েছে বিবিসি।

সম্প্রতি টরন্টো আসনে উপনির্বাচন হয়। এই আসনটি লিবারেল পার্টি ধরে রেখেছিল ১৯৯৩ সাল থেকে। কিন্তু ওই নির্বাচনে তারা ভয়াবহভাবে সেখানে পরাজিত হয়েছে। ২০১৫ সাল থেকে এমপি ওয়েনে লং। এর আগে তিনি বলেছেন, আর নির্বাচন করতে চান না। ন্যাশনাল পোস্ট দিয়েছে আরেক খবর। তা হলো ওয়েনে লং-এর ইমেইলের জবাব দিয়েছেন নিউফাউন্ডল্যান্ডের এমপি কেন ম্যাকডোনাল্ড। তিনি ওই ইমেইল বার্তাকে ‘চমৎকার কথা’ বলে অভিহিত করেছেন।

সর্বশেষ খবর