সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ফ্রান্সে ডানপন্থিদের উত্থান ঘটছে

ফ্রান্সে কি নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে! গতকাল অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এমন প্রশ্ন সামনে এসেছে। অতি গুরুত্বপূর্ণ এ নির্বাচনে আধুনিক সময়ে প্রথম ক্ষমতার খুব কাছাকাছি অবস্থান করছিল উগ্র ডানপন্থিরা। ফলে রাজনীতিতে যে চাল দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তা উল্টো বুমেরাং হতে পারে তার ও দলের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, তিনি ক্ষমতাও হারাতে পারেন। এমন এক কঠিন পরিস্থিতিতে গতকাল ভোটগ্রহণ হয়। প্রথমবারের মতো নির্বাচনপূর্ব সব জরিপে এগিয়ে ছিল ফ্রান্সের কট্টর ডানপন্থিরা। বুথফেরত জরিপ বলছে, এবারের নির্বাচনে এগিয়ে আছে অভিবাসনবিরোধী ও ইইউ সমালোচনাকারী কট্টর ডানপন্থি নেতা মারিন লু পেনের এবং জগদান বাগদেলার দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। দুই পর্বের এ পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায়  ভোটগ্রহণ হবে ৭ জুলাই। ৫৭৭টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে অন্তত ২৮৯টি আসনে জিততে হবে।

সর্বশেষ খবর