সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ভারতের সেনা ও নৌবাহিনী প্রধান সহপাঠী

ভারতের সেনা ও নৌবাহিনী প্রধান সহপাঠী

ভারতের সামরিক ইতিহাসে এ প্রথম সেনা ও নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করবেন দুজন সহপাঠী। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি। অ্যাডমিরাল ত্রিপাঠি ১ মে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছেন। আর আজ লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। দুজনেই একসঙ্গে মধ্যপ্রদেশের রেওয়া শহরের সৈনিক স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৭০-এর দশকের গোড়ার দিকে দুজনে এ স্কুলের পঞ্চম শ্রেণির ‘এ’ বিভাগে ছিলেন। দুই কর্মকর্তার রোল নম্বরও ছিল কাছাকাছি। স্কুলের প্রথমদিক থেকেই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ভিন্ন বাহিনীতে যোগ দিলেও দুজনে সবসময় নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখেছেন।

 দুই কর্মকর্তার পরিচিত একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, সামরিক বাহিনীতে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে দৃঢ় বন্ধুত্ব থাকার ব্যাপক গুরুত্ব রয়েছে। এ সম্পর্ক বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে খুব কাজে আসে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ভারত ভূষণ বাবু এক টুইটে বলেন, ‘দুজন অসাধারণ মেধাবী ছাত্র, যারা ৫০ বছর পর নিজ নিজ বাহিনীকে নেতৃত্ব দেবেন, তাদের গড়ে তোলার কৃতিত্ব মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলের।’

সর্বশেষ খবর