সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নিজ নাগরিকদের লেবানন ছাড়তে বলল সৌদি

দিন যত যাচ্ছে ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা ততই বাড়ছে। ইসরায়েল বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অন্যের ওপর হামলা চালাচ্ছে। এতে গাজাযুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার সৌদি আরবও নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে।

এর আগে কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ নেয়। লেবাননে অবস্থিত সৌদির দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাছাড়া দেশটি ভ্রমণ থেকেও নাগরিকদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহ ইস্যুতে উত্তেজনা বাড়ায় এর আগে জার্মানি, নেদারল্যান্ডস, কানাডা, কুয়েত এবং যুক্তরাষ্ট্রও নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানায়।

সর্বশেষ খবর