সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়াম

মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়াম

মহাকাশযানে বড়সড় বিপদের মুখে পড়েছেন মহাকাশচারীরা। আটকে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। তিনি আমেরিকান নভোচারী বুচ উইলমোরের সঙ্গে বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চড়ে মহাকাশ স্টেশনে যান। মহাকাশযান বোয়িং স্টারলাইনারে চড়েই পৃথিবীতে ফেরার কথা ছিল সুনীতার। কিন্তু সেই বড় মহাকাশযানেই ত্রুটি দেখা দিয়েছে। তাই সুনীতার মতো মহাকাশে আটকে রয়েছেন বুচও। এ প্রসঙ্গে বড় তথ্য দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। জানানো হয়েছে, উভয় মহাকাশচারীকেই দীর্ঘ সময়ের জন্য মহাকাশে থাকতে হবে। এ প্রসঙ্গে নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ বলেছেন, মহাকাশচারীদের ফিরিয়ে আনার জন্য কোনো তাড়াহুড়ো নেই। তিনি বলেছেন, মিশনের সময়কাল ৪৫ দিন থেকে ৯০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ কবে সুনীতা ফিরবেন কোনো ঠিক নেই। জানা গেছে, স্টারলাইনার ওড়ার আগে রকেটে হিলিয়াম লিকেজের সমস্যা ধরা পড়েছিল। ফ্লাইট চলাকালীন আরও বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা গেছে। আর যেহেতু, হিলিয়াম থ্রাস্টার জ্বালানি চাপ দিতে ব্যবহৃত হয়। তাই এটি বেশ গুরুত্বপূর্ণ সমস্যা।

 কিন্তু হঠাৎ কেন এমন সমস্যার সৃষ্টি হলো, সেটাই বোঝার চেষ্টা করছে নাসা এবং বোয়িং। সুনিতা ৫ জুন ওই বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেন।

সর্বশেষ খবর