মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

২৮ বছর বয়সেই ফ্রান্সের প্রধানমন্ত্রী হচ্ছেন বারদেলা

২৮ বছর বয়সেই ফ্রান্সের প্রধানমন্ত্রী হচ্ছেন বারদেলা

জর্দেন বারদেলা

ফ্রান্সের কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালির (আরএন) ২৮ বছর বয়সী সভাপতি জর্দেন বারদেলা সম্ভবত দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথম জয় পেয়েছে কট্টর ডানপন্থিরা। ফলে ক্ষমতার একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে তারা। মাত্র ১৬ বছর বয়সেই ২০১২ সালে বারদেলা ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্টে (পরবর্তীতে দলটির নাম হয় ন্যাশনাল র‌্যালি) যোগ দিয়েছিলেন। একই বছরেই পার্টির নেত্রী মারিন লা পেন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থানে ছিলেন। মারিন লা পেন-এর অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালি (আরএন) প্রথম ধাপের নির্বাচনে ৩৩.২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে। অন্যদিকে ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বামপন্থি দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। আর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এনসেম্বল জোট ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে। নির্বাচনে ন্যাশনাল র‌্যালির বড় সাফল্যের অনেকটাই কৃতিত্ব পাবেন জর্দেন বারদেলা। তার জন্ম ১১৯৫ সালে উত্তর প্যারিসের শহরতলি সেইন-সেন্ট-ডেনিসে। তাঁর ইতালি অভিবাসী মা ১৯৬০-এর দশকে ইতালির তুরিন থেকে ফ্রান্সে এসেছিলেন। বারদেলার যখন এক বছর বয়স তখন তার ব্যবসায়ী বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ ঘটে। এক সাক্ষাৎকারে বারদেলা বলেছিলেন, ছোটবেলা থেকেই তিনি যে স্থানে থাকতেন সেখানকার পরিবেশ অত্যন্ত সংঘাতপূর্ণ ছিল। তা সত্ত্বেও তিনি তার বাবার সহায়তায় একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। ২০১৪ সালে বারডেলা সেইন-সেন্ট-ডেনিস থেকে আরএন-এর দলীয় প্রতিনিধি হয়ে ওঠেন এবং প্রথম মনোযোগ আকর্ষণ করেন যখন তিনি তার প্রাক্তন বন্ধু ও স্থানীয় কাউন্সিলর ম্যাক্সন্স বুতেকে অসদচারণের জন্য দল থেকে বহিষ্কার করেন। বারদেলা তারপরে মারিন লা পেনের খুব কাছে আসেন এবং ২১ বছর বয়সে পার্টির মুখপাত্র নিযুক্ত হন। ২০১৯ সালে লা পেন তাকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের দায়িত্ব দেন। ২০২২ সালে বারদেলাকে দলের সভাপতি নিযুক্ত করেন লা পেন। ধারণা করা হয়, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলকে আরও এগিয়ে নিতে এ দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল ৩৪ বছর বয়সে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। হয়েছিলেন। বারদেলা প্রধানমন্ত্রী হলে আত্তালের রেকর্ডটি ভেঙে ফেলবেন।

সর্বশেষ খবর