মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

২৩ বছর আগের মামলায় মেধা পাটকরের পাঁচ মাস কারাদণ্ড

কলকাতা প্রতিনিধি

২৩ বছর আগের মামলায় মেধা পাটকরের পাঁচ মাস কারাদণ্ড

২৩ বছর আগে গুজরাটের আহমেদাবাদে দায়ের করা মানহানি মামলার রায়ে ভারতের সমাজকর্মী ও ‘নদী বাঁচাও’ আন্দোলনের নেত্রী মেধা পাটকরকে দিল্লির সাকেত আদালত কারাদণ্ডের আদেশ দেন। মেধার বিরুদ্ধে এ মানহানির মামলা ২০০১ সালে করেছিলেন আহমেদাবাদের এনজিও ‘ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল লিবার্টিস’এর প্রধান ভি কে সাক্সেনা। সাক্সেনা এখন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। চলতি বছরের ২৪ মে ওই মামলায় মেধাকে দোষী সাব্যস্ত করা হয়। গতকাল রায়ে কারাদন্ডের সঙ্গে ১০ লাখ রুপি ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছেন আদালত। নর্মদা বাঁচাও আন্দোলন বরাবরই বিরোধিতা করে আসছিল ‘ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল লিবার্টিস’। এর পরিপ্রেক্ষিতে এনজিওর প্রধান সাক্সেনার বিরুদ্ধেও অভিযোগ করেন মেধা। সাক্সেনা দেশদ্রোহী, কাপুরুষ, এমনকি অনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছেন বলেও অভিযোগ তুলেছিলেন মেধা।

সর্বশেষ খবর