বুধবার, ৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ক্ষেপণাস্ত্রে এগিয়ে গেল উত্তর কোরিয়া!

ভয়ংকর যুদ্ধ চলছে বিশ্বের দুই প্রান্তে। একদিকে হামাস বনাম ইসরায়েল। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের লড়াই। এর মাঝে চুপ বসে নেই উত্তর কোরিয়াও। নিজেদের সেনার শক্তি বাড়াতে ক্রমাগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। এবার মিসাইল প্রযুক্তিতে যোজন এগিয়ে গেল দেশটি। এমনই দাবি করেছেন দেশটির নেতা কিম জন-উন। তিনি বলেছেন, তার হাতে ‘ব্রহ্মাস্ত্র’ রয়েছে!  উল্লেখ্য, কয়েকদিন আগেই উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেদেশের রাষ্ট্রপ্রধান কিম জনের সঙ্গে সামরিক চুক্তিও করেছেন পুতিন। আমেরিকার দাবি, দুই দেশই অত্যাধুনিক হাতিয়ারের আদানপ্রদান করছে। এই আবহে সোমবার অতি বৃহৎ আণবিক বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা করেছে পিয়ংইয়ং। যা সফলও হয়েছে। গতকাল এমনটাই জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ। জানা গেছে, ওই একেকটি বোমার ওজন প্রায় ৪.৫ টন। যা কয়েক হাজার মাইল দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সমর বিশ্লেষকদের মতে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে চোখ রাঙিয়ে এই হাতিয়ার তৈরি করেছেন কিম। গত বছরের ডিসেম্বরে শত্রু দেশে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন তিনি। তার হুংকার ছিল, প্রতিপক্ষ যদি পরমাণু অস্ত্রের আস্ফালন করে ভয় দেখানোর চেষ্টা   করে তাহলে আক্রমণ শানাতে পিছপা হবে না উত্তর কোরিয়া। 

সর্বশেষ খবর