বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জিকা ভাইরাস নিয়ে সব রাজ্যকে সতর্ক করল ভারত সরকার

জিকা ভাইরাস নিয়ে সব রাজ্যকে সতর্ক করল ভারত সরকার। জিকা ভাইরাসের বাহক এডিস মশা যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সবাইকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। মহারাষ্ট্রে ইতোমধ্যে জিকা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। এক অন্তঃসত্ত্বা নারীর দেহে জিকা ভাইরাস দেখা দিয়েছে। তার পর এ সতর্কতা দেওয়া হলো।

তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন কর্মস্থল, স্কুল, কলেজ, হাসপাতাল, বস্তি এলাকায় নজরদারি বাড়াতে বলা হয়েছে। পুণেতে ১ জুলাই ছয়জনের দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব মেলে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী। এডিস মশার কামড়ের ফলে এ রোগ হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসকরা। প্রসঙ্গত ১৯৪৭ সালে উগান্ডায় প্রথম জিকা ভাইরাস দেখা গিয়েছিল। গত কয়েক বছর লাতিন আমেরিকার দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে রেখেছে জিকা ভাইরাস।

সর্বশেষ খবর