শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সবচেয়ে দামি শহর হংকং সস্তা ইসলামাবাদ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেল চীনা ভূখন্ডের ‘স্বশাসিত’ হংকং। আর্থিক সমীক্ষা সংস্থা মারসর প্রকাশিত ‘কস্ট অব লিভিং সিটি র‌্যাঙ্কিং ২০২৪’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, প্রবাসী হিসেবে জীবনধারণের জন্য একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয় ওই শহরে। বিশ্বের ২২৬টি শহরে খরচের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বিশ্বের সবচেয়ে সস্তা শহর। তার ঠিক ওপরে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার দুই শহর লাগোস এবং আবুজা। তালিকায় ব্যয়বহুল অন্য প্রধান নয়টি শহর হলো- সিঙ্গাপুর, জুরিখ, জেনেভা, বাসেল, বার্ন, নিউইয়র্ক, লন্ডন, নাসাউ ও লসঅ্যাঞ্জেলস।

সর্বশেষ খবর