শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

স্বতন্ত্র নির্বাচন করেও জয়ী সাবেক লেবার প্রধান জেরেমি করবিন

স্বতন্ত্র নির্বাচন করেও জয়ী সাবেক লেবার প্রধান জেরেমি করবিন

২০২০ পর্যন্ত লেবার দলের প্রধান ছিলেন জেরেমি করবিন। ওই সময় ইহুদিবিদ্বেষ নিয়ে বক্তব্যের জেরে দলে করবিনের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। ব্রিটিশ এ রাজনীতিবিদ করবিন ১৯৮৩ সাল থেকে আইলিংটন নর্থ আসনে জয়ী হলেও এবারই প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে লেবার পার্টির প্রার্থী প্রফুল নারগান্দকে প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। বিজয়ী ভাষণে করবিন বলেন, ভোট দিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য তিনি তার নির্বাচনি এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ। ৭৫ বছর বয়সি করবিন সাংবাদিকদের বলেন, ‘দেশের রাজনৈতিক ইতিহাসে এ রাত খুবই গুরুত্বপূর্ণ। তিনি সেই গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ হওয়ার অপেক্ষায় আছেন।’ ২০২০ সালের অক্টোবরে, করবিনকে লেবার পার্টি থেকে বরখাস্ত করা হয়েছিল। ইহুদিবিদ্বেষ-সংক্রান্ত বক্তব্যের জেরে দলে তার সদস্যপদ স্থগিত করা হয়। এরপর থেকে করবিন পার্লামেন্টে স্বতন্ত্র সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করে আসছেন। তার উত্তর লন্ডনের নির্বাচনি এলাকার অনেক ভোটার জানতেন না যে তিনি নির্বাচনে দলের প্রার্থী নন। কিয়ার স্টারমার একজন ভালো প্রধানমন্ত্রী হতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে করবিন বলেন, ‘দেখা যাক কী হয়।’

সর্বশেষ খবর