শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ফিলিস্তিনপন্থি স্বতন্ত্র প্রার্থীর কাছে লেবার নেতার হার

ফিলিস্তিনপন্থি স্বতন্ত্র প্রার্থী আইয়ুব খানের কাছে হেরে গেছেন লেবার পার্টির দীর্ঘদিনের সংসদ সদস্য খালিদ মাহমুদ। ৫০৭ ভোটের বিনিময়ে পরাজিত হয়েছেন তিনি। ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির ভূমিধস জয় হলেও ফিলিস্তিনপন্থি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হলো দলটির প্রভাবশালী ওই নেতা। খালিদ ২০০১ সাল থেকে টানা দেশটির পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। গত দুই যুগ পরে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হলেন লেবার পার্টির অভিজ্ঞ এই রাজনীতিবিদ। জয়ের পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী আইয়ুব খান। বিজয়ী বক্তৃতায় খান বলেন, আমি জানি যে একজন স্বতন্ত্রের পক্ষে বিজয়ী হওয়া খুব কঠিন হয়। কারণ আমি যার বিপক্ষে জয়ী হয়েছি তার বিরুদ্ধে জয় পাওয়া সহজ ছিল না এবং একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে প্রচলিত নীতির বিরুদ্ধে লড়াই করা সবসময়ই একটি কঠিন কাজ। তিনি আরও বলেন, তবে আমার দৃষ্টিতে কয়েকটি সাধারণ বিষয় আমার বিজয়ে ভূমিকা পালন করেছে।

এক্ষেত্রে তিনি আন্তর্জাতিক ন্যায়বিচার, ন্যায্যতা এবং সমতার ওপর ইঙ্গিত করেছেন। খান তার বক্তৃতার পর ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেন এবং গাজার নির্যাতিত জনতার পক্ষে তার বিজয়কে উৎসর্গ করেন। খান স্থানীয়ভাবে একজন আইনজীবী। তিনি গত মে মাসে লিবারেল দল থেকে পদত্যাগ করেন এবং স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে খান ফিলিস্তিন ইস্যুকে সামনে আনেন।

সর্বশেষ খবর