শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বিতর্কে হেরেই চিকিৎসকের কাছে ছোটেন বাইডেন

‘আসলে বিষয়টা হলো... আমি ভজকট পাকিয়ে ফেলেছি, আমি একটা ভুল করেছি’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ডেমোক্র্যাটিক গভর্নরদের বলেছেন, গত সপ্তাহের বিতর্কের পরে একজন ডাক্তার তাকে পরীক্ষা করেছেন। এর আগে তার চিকিৎসা সম্পর্কে হোয়াইট হাউসের বিবৃতিতে ভিন্ন কথা বলা হয়েছিল। বাইডেন বুধবার সন্ধ্যায় ডেমোক্র্যাটিক গভর্নরদের সঙ্গে ব্যক্তিগতভাবে এবং ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেন। গত সপ্তাহের দুর্বল বিতর্ক নিয়ে এ সময় গভর্নরদের নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল তাকে। বিতর্কের পরে বাইডেন চিকিৎসাসেবা নিয়েছেন কি না জানতে চাইলে তিনি উপস্থিত গভর্নরদের বলেন, তাকে একজন চিকিৎসক পরীক্ষা করে ইতিবাচক পর্যবেক্ষণ জানিয়েছেন। এদিকে উইসকনসিনের একটি রেডিওর সঙ্গে সাক্ষাৎকারে বাইডেন শ্রোতাদের বলেছেন : ‘আমার একটা খারাপ রাত কেটেছে, একটা খারাপ রাত কেটেছে। আসলে বিষয়টা হলো ... আমি ভজকট পাকিয়ে ফেলেছি, আমি একটা ভুল করেছি।’

সম্পূর্ণ সাক্ষাৎকারটি বৃহস্পতিবার সম্প্রচারিত হয়। বাইডেন আরও বলেন : ‘আমার বিতর্ক ভালো হয়নি। মঞ্চে ৯০ মিনিট সময়। আমি সাড়ে তিন বছরে কী কী করেছি তার দিকে তাকান। আমি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছি।’

উল্লেখ্য, অন্যান্য মার্কিন প্রেসিডেন্টদের মতো বাইডেনের একজন ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন যিনি তার সঙ্গে ভ্রমণ করেন এবং যে কোনো প্রয়োজনের জন্য সবসময় প্রস্তুত থাকেন।

সর্বশেষ খবর