শনিবার, ৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চাসিভ ইয়ার থেকে পিছু হটল ইউক্রেন

রাশিয়ার আরও এগোনোর পথ উন্মুক্ত হলো

পূর্ব ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর চাসিভ ইয়ারের কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। এ কৌশলগত অর্জনের ফলে সামনের দিকে এগোতে থাকা রুশ সেনাদের ঠেকানো কঠিন হবে ইউক্রেনীয় সেনাদের জন্য। তুলনামূলকভাবে ছোট্ট শহর চাসিভ ইয়ার এ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কয়েক মাসের তীব্র লড়াইয়ে শহরটি বিপর্যস্ত হয়ে পড়েছে। সমতল থেকে বেশ উঁচু এ শহরটিকে দোনেৎস্ক অঞ্চলের যে অংশগুলো এখনো ইউক্রেনীয়দের হাতে রয়েছে, তার প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। শহরটির উত্তরে নিচু ক্রামাতোরস্ক এবং স্লোভিয়ানস্ক এবং পশ্চিমে দিকে ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সেনাদের পূর্বাঞ্চলীয় চাসিভ ইয়ার জেলার দখল নেওয়ার তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, নিজেদের প্রতিরক্ষামূলক ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পরে কিয়েভ বাহিনী এ শহর থেকে পিছু হটে গেছে। এদিকে ইউক্রেন জোর দিয়ে বলছে, এখনো চাসিভ ইয়ারের পশ্চিম অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে এবং পূর্ব অংশ থেকে সেনা প্রত্যাহার তাদের একটি কৌশলগত সিদ্ধান্ত ছিল। এ যুদ্ধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রতিরক্ষা বিশ্লেষক কনরাড মুজিকা সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেন, ‘চাসিভ ইয়ার দখলে নিলে রাশিয়ানরা ওই এলাকায় আরও (ফার্স্ট পারসন ভিউ) ড্রোন, ড্রোন অপারেটর এবং আর্টিলারি আনতে পারবে এবং এটি তাদের ইউক্রেনীয় সেনাদের ওপর স্থল হামলা ও ড্রোন হামলা চালাতে সুবিধাজনক অবস্থান দেবে।’

সর্বশেষ খবর