মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা
জলবায়ু পরিবর্তন

তাপমাত্রার সব রেকর্ড ভাঙল জুন মাস

এমন গরম বিশ্ব এর আগে আর দেখেনি। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড রাখা শুরু করার পর থেকে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণতম জুন মাস ছিল ২০২৪ সালে। গতকাল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ২০২৩ সালের জুন থেকে গত ১৩ মাসের প্রত্যেক দিন তাপমাত্রা পূর্বের রেকর্ড ছাড়িয়ে গেছে। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের পরিচালক কার্লো বুনটেম্পো বলেছেন, ‘এটি আমাদের জলবায়ুর ব্যাপক ও অব্যাহত পরিবর্তনকেই তুলে ধরে।’

তিনি আরও বলেছেন, ‘বিশ্ব উষ্ণতার জন্য দায়ী গ্যাস পরিবেশে যতদিন মানুষ সংযুক্ত করতে থাকবে ততদিন এটিই অনিবার্য।’ সিথ্রিএসের একজন সিনিয়র বিজ্ঞানী জুলিয়েন নিকোলাস বলেছেন, ‘রেকর্ড ভাঙা এই তাপমাত্রার সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ুর এল নিনো প্রভাব যা বিশ্ব উষ্ণতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।’

তবে এটিই একমাত্র কারণ নয় বলে তিনি উল্লেখ করেন। এদিকে নিকোলাস বলেছেন, বিশ্বে লা নিনোর প্রভাবও শুরু হতে যাচ্ছে। এর প্রভাবে আবহাওয়া ঠান্ডা হয়। তিনি বলেন, আশা করছি আগামী কয়েকমাসে বৈশ্বিক তাপমাত্রা কমতে শুরু করবে।

সর্বশেষ খবর