মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা
জলবায়ু পরিবর্তন

পানিবন্দি ভারতের মুম্বাই

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে দেশটির বৃহত্তম নগরীর ট্রেন পরিষেবা আর বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে। গত পরশু রাত ১টা থেকে গতকাল সকাল ৭টা পর্যন্ত নগরীর কিছু এলাকায় ৬ ঘণ্টায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি ঝরেছে। কিছুক্ষণ বিরতি থাকার পর সেখানে আবার বৃষ্টি হচ্ছে। এনডিটিভি লিখেছে, এ পরিস্থিতিতে মুম্বাই, থানে, পালঘর ও কোঙ্কাণ অঞ্চলজুড়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া দফতর। ভিক্রোলির বীর সাভারকার মার্গ পৌর স্কুল এবং পৌরসভার ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড রিসার্চ সেন্টার ২৪ ঘণ্টায় ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আজও সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর