শিরোনাম
বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

হারিকেন বেরিলের দাপটে লন্ডভন্ড টেক্সাস

যুক্তরাষ্ট্রে টেক্সাসে সোমবার আছড়ে পড়ে হারিকেন বেরিল। ওয়েস্ট ইন্ডিজের উপকূল হয়ে এ ঝড় যুক্তরাষ্ট্রে ঢুকেছে। আগের চেয়ে এর ভয়াবহতা অনেকটা কমে গেলেও বেরিলের দাপটে তছনছ হয়ে গেছে টেক্সাসের উপকূল অঞ্চল। প্রবল বৃষ্টিতে শুরু হয়েছে বন্যা। ঝড়ের দাপটে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের উপকূল অঞ্চল ভাসিয়ে এসেছে এ ঝড়। টেক্সাসে প্রবেশের সময় ঝড়ের শক্তি অনেকটাই কমে এসেছিল। তাকে আর হারিকেন হিসেবে দেখা হচ্ছিল না। ঝড়ের কারণে প্রায় ২৫ লাখ মানুষের বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় আছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, বিদ্যুৎ স্বাভাবিক হতে সময় লাগবে। কর্মীরা কাজ শুরু করেছেন। কিন্তু আবহাওয়ার কারণে দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে না। ঝড়ের পর প্রবল বৃষ্টিতে প্লাবিত একাধিক হাইওয়ে।

 সারা দিনে প্রায় ১ হাজার উড়ান বাতিল হয়েছে বলে জানা গেছে। টেক্সাসে একাধিক তেল শোধনাগার আছে। ঝড়-বৃষ্টির জেরে কয়েকটি শোধনাগার বন্ধ করে দিতে হয়। এর আগে ক্যাটাগরি পাঁচ হারিকেন হিসেবে ওয়েস্ট ইন্ডিজ এবং মেক্সিকোতে তা ব চালিয়েছে এ ঝড়। সব মিলে সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। টেক্সাসের উপকূলে পৌঁছে ঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর