শিরোনাম
বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রুশ সেনাবাহিনীতে কাজ করা ভারতীয়দের ফেরালেন মোদি

মোদির রাশিয়া সফর

রুশ সেনাবাহিনীতে কাজ করা ভারতীয়দের ফেরালেন মোদি

রাশিয়ার নভো-ওগারাইওভো প্রেসিডেন্ট প্রাসাদের সামনে অনানুষ্ঠানিক আলোচনায় নরেন্দ্র মোদি ও ভøাদিমির পুতিন -এএফপি

দুই দিনের রাশিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। এ যাত্রা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্ব বর্তমানে দুটি দলে বিভক্ত। এ বৈঠক রাশিয়া-ভারত সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ করে তুলবে বলে মনে করা হচ্ছে। বন্ধুত্বের নিদর্শনও পেলেন মোদি। সম্প্রতি ভারতীয়দের রুশ সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ভারতীয়রা রাশিয়ার পক্ষে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছিল। এ সেনারা এখন ভারতে ফিরে যাবে। কারণ তাকে সম্মতি দিয়েছেন পুতিন।  এদিকে দুই নেতার আলোচনায় ইউক্রেন যুদ্ধের বিষয়টি আছে। তাতে প্রেসিডেন্ট পুতিনকে প্রধানমন্ত্রী মোদি বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, ভারত সর্বদাই শান্তির পক্ষে।

‘হতাশ’ জেলেনস্কি : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে ‘অনেক বড় হতাশা এবং শান্তি প্রক্রিয়ায় বিপর্যয়কর ধাক্কা’ বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা দুনিয়ার সবচেয়ে নৃশংস খুনিকে জড়িয়ে ধরেছেন- এমন দৃশ্য খুবই হতাশাজনক। উল্লেখ্য, গত মাসেই জি-৭ সম্মেলনে মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল জেলেনস্কির। শুধু জেলেনস্কি নয়, মোদির রাশিয়া সফর নিয়ে আলাদা করে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রও।

সর্বশেষ খবর