বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আট মাসে আটবার হোয়াইট হাউসে পারকিনসন্স বিশেষজ্ঞ

মুখ খুললেন জো বাইডেনের চিকিৎসক

দ্রুতই এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন-ক্ষণ। কিন্তু তাকে ছাপিয়ে আলোচনার মূখ্য বিষয় প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্যের অবস্থা। যা নিয়ে বিস্তর আলোচনা মার্কিন রাজনৈতিক মহলে। এদিকে তারই মধ্যে পারকিনসন্স বিশেষজ্ঞ মার্কিন নিউরোলজিস্ট ড. কেভিন কনরাড হোয়াইট হাউসে গত আট মাসে অন্তত আটবার গিয়েছেন। আর তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে জো বাইডেনের চিকিৎসক ও কননোর মুখ খুললেন। ড. কেভিন কনরাড মূলত এ সময় বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ওকনরের সঙ্গেই দেখা করেন।  সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে একটি প্রেস ব্রিফিং করেন। এদিন সাংবাদিকরা কেরিনকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। প্রথমত বাইডেনের পারকিনসন্স রোগের চিকিৎসা হয়েছে কি না এবং দ্বিতীয়ত, এখনো এ রোগের কোনো চিকিৎসা চলছে কি না। এ দুটি প্রশ্নের উত্তরেই  কেরিন সংক্ষিপ্তভাবে ‘না’ বলেছেন।

সর্বশেষ খবর