বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

২২ বছর আগে অভিযানে নিখোঁজ বরফে মিলল অবিকৃত দেহ

২২ বছর আগে অভিযানে নিখোঁজ বরফে মিলল অবিকৃত দেহ

২২ বছর ধরে নিখোঁজ ছিলেন মার্কিন অভিযাত্রী উইলিয়াম স্টাম্পফিল। ২০০২ সালের জুনে দক্ষিণ আমেরিকার চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হুয়াসকারানে অভিযান করতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই ধস নামে সেখানে। এরপর থেকে খোঁজ মেলেনি তার। অবশেষে পেরুর সেই শৃঙ্গেই মিলল উইলিয়ামের অবিকৃত দেহ! যখন তার লাশটি উদ্ধার হয় তখন তার হাতের আঙুলে পড়া আংটিটা অবিকৃতই ছিল। আর পরনের জ্যাকেট, পায়ে মোটা ট্রেকিং বুটও ঠিক আছে। ২২ বছরে দেহটা অনেকটা যেন মমির রূপ নিয়েছে। কাঠামো প্রায় অবিকৃত অবস্থায়। পেরুর সর্বোচ্চ পর্বতের হিমবাহে এ দেহটি পাওয়া গেছে। পেরুর সর্বোচ্চ পর্বত হল হুয়াস্কারান। এটি প্রায় ৬ হাজার ৭৬৮ মিটার উঁচু। উইলিয়ামের লাশ ৫ জুলাই, ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় পাওয়া গেছে। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। এ হিমবাহটি অবশ্য এখনই নয়, ১০ বছর ধরেই একটানা গলছে। ক্রমেই এর আকার কমছে। একটি রিপোর্ট অনুসারে, বিশ্বের গ্রীষ্মম লীয় হিমবাহের ৬৫ শতাংশই পেরুতে রয়েছে।  নতুন সহস্রাব্দের শুরুতে ৫৯ বছরের অভিযাত্রী উইলিয়াম একটি দলের সঙ্গে অভিযানে গিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৭০০ মিটার উঁচুতে আচমকাই ধস নামে। পরে উদ্ধারকারী দল তল্লাশি চালালেও মেলেনি কোনো সন্ধান। সেই থেকে তুষারাবৃত ওই অঞ্চলেই রয়ে গিয়েছিল উইলিয়ামের দেহ। কিন্তু শৈত্যের কারণে কোনো পচন ধরেনি।

সর্বশেষ খবর