বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ভারতবর্ষ সাম্প্রদায়িক হাতে পড়ুক, আমরা চাই না : অমর্ত্য

ভারতবর্ষ সাম্প্রদায়িক হাতে পড়ুক, আমরা চাই না : অমর্ত্য

ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, ‘ভারতবর্ষ একটি সাম্প্রদায়িকতার হাতে পড়বে, এটা আমরা চাই না। সে হিন্দু রাষ্ট্রই হোক বা মুসলমান নবাবই হোক অথবা খ্রিস্টান রাজত্বই হোক। আমরা চাই, সব জায়গা থেকে সবকিছু একসঙ্গে হতে পারে। যা রবীন্দ্রনাথের ইচ্ছা ছিল।’

মঙ্গলবার সন্ধ্যায় শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে তাকে নিয়ে লেখা একটি বই প্রকাশ অনুষ্ঠানে এমন কথা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের ভবিষ্যৎ নিয়ে অমর্ত্য সেন খানিকটা আক্ষেপের সুরে বলেন, ‘শান্তিনিকেতনের সেই ঐতিহ্য আর নেই। শান্তিনিকেতনের উপাচার্য হয়ে যাঁরা আসছেন, তাঁরা অনেক সময় ঠিক কাদের পক্ষ নিচ্ছেন বা কাদের পক্ষ নেওয়া যুক্তিযুক্ত হবে, তা বোঝা যাচ্ছে না। তবে এটা ঠিক, শান্তিনিকেতনকে সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাওয়া আর বোধ হয় সম্ভব নয়।’ নিজ দেশের ভবিষ্যৎ নিয়েও ওই অনুষ্ঠানে কথা বলেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ। বলেন, ‘ভারতবর্ষ কোনো সাম্প্রদায়িক হাতে পড়ুক, এটা আমরা চাই না।

সর্বশেষ খবর