শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চীনে ভোজ্যতেলে দূষণ কেলেঙ্কারি

চীনের রাষ্ট্র-পরিচালিত সংবাদপত্র ‘বেইজিং নিউজ’ বলছে, জ্বালানি পরিবহনের জন্য ব্যবহৃত ট্যাংকারগুলোতে ভোজ্যতেল ও সিরাপের মতো খাদ্যপণ্য পরিবহন করতে দেখা গেছে। আর সেসব ট্যাংকার ভালোভাবে পরিষ্কারও করা হয়নি। বেইজিং নিউজে এক ট্যাংকার চালকের বরাত দিয়ে বলা হয়েছে, দূষিত জ্বালানি বহনকারী ট্রাকগুলোতে ভোজ্যতেল পরিবহন খুবই সাধারণ বিষয় হয়ে পড়েছিল। একে ‘ওপেন সিক্রেট’ বলেই গণ্য করা হতো। চীনা সরকার বলেছে, তারা এ অভিযোগের বিষয়ে তদন্ত করবে। ভোজ্যতেল নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে অনলাইনে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এখন খাবারে দূষণ ঘটার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। ভোজ্যতেলে দূষণের সর্বসাম্প্রতিক এ ঘটনাটি চীন সরকারের খাদ্য নিরাপত্তামান বজায় রাখার সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে।  বিবিসি জানায়, এক্সের (সাবেক টুইটার) মতো চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফরম উইবোত এ তেল দূষণ কেলেঙ্কারি নিয়ে কয়েক হাজার পোস্ট এসেছে, যা লাখ লাখ মানুষ দেখেছে। ‘খাদ্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,’ এ মন্তব্যে ৮ হাজারের বেশি লাইক পড়েছে। অন্য একটি মন্তব্যে বলা হয়েছে, ‘একজন সাধারণ মানুষ হিসেবে এ বিশ্বে বেঁচে থাকাটাই বিস্ময়কর হয়ে দাঁড়িয়েছে।’ অনেকে এবারের ঘটনাটিকে ২০০৮ সালের সানলু গুঁড়াদুধ কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেছেন। শিল্প কারখানার উচ্চমাত্রার রাসায়নিক মেলামাইন মিশ্রিত ওই দূষিত গুঁড়াদুধ পান করে প্রায় ৩ লাখ শিশু অসুস্থ হয়ে পড়েছিল এবং কমপক্ষে ছয়জন মারা গিয়েছিল।

সর্বশেষ খবর