শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

১০ পদের ইন্টারভিউয়ে ১৮০০ প্রার্থী!

ভারতের গুজরাটের ভারুচের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ১০টি পদের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন প্রায় ২ হাজার প্রার্থী। চাকরিপ্রার্থীদের চাপ সামলাতে না পেরে সেখানে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতির। ভিডিওতে দেখা যায়, হোটেলের বাইরে রেলিং ধরে প্রার্থীদের দীর্ঘ লাইন, হুড়োহুড়িতে যেন পদপিষ্ট হওয়ার মতো অবস্থা। ভেন্যুতে ঢুকতে চাওয়া প্রার্থীদের চাপে একপর্যায়ে ভেঙে যায় হোটেলের বাইরের রেলিং। কয়েকজন চাকরিপ্রার্থী রেলিং ভেঙে নিচে পড়েও গিয়েছেন। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, রেলিং যে ধসে পড়বে, তা বুঝতে পেরে, দুজন নিচে ঝাঁপ দেন এবং কমপক্ষে ছয়জন রেলিং নিয়ে নিচে পড়ে যান। তবে, রেলিংটি মাটি থেকে সামান্য ওপরে থাকায় তাদের কেউ গুরুতর আহত হননি। কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্কলেশ্বরের লর্ডস প্লাজা হোটেলে ১০টি শূন্য পদের জন্য সোমবার একটি ওয়াক-ইন ইন্টারভিউ হয়েছিল। এ ১০টি পদের জন্য মোট ১৮০০ প্রার্থী এসেছিলেন। ইন্টারভিউটি একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির উদ্যোগে আয়োজন করা হয়েছিল, যার কার্যালয় ঝাগাদিয়ার গুজরাট শিল্প উন্নয়ন করপোরেশন কমপ্লেক্সে অবস্থিত।

সর্বশেষ খবর